কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে পরিচিতি
কম্পিউটার হার্ডওয়ার ঐ সকল যন্ত্রাংশকে বলে যেগুলো ধরা,ছোঁয়া এবং স্পর্শ করা
যায়।যেমন-মনিটর, কি-বোর্ড,মাউ,সিপিইউ,মাদারবোর্ড,হার্ডডিস্ক,প্রসেসর ইত্যাদি।
বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না।
কারণ কম্পিউটারে এমন একটি ডিভাইস যা মানুষের হাতের কাজকে কমিয়ে এনেছে।
কম্পিউটার চালানোর জন্য এর যন্ত্রাংশ সম্পর্কে জানা প্রত্যেকের জন্য খুবই
গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কম্পিউটারের হার্ডওয়ার বা এর বিভিন্ন যন্ত্রাংশ
সম্পর্কে জেনে নেয়া যাক
পেজ সূচিপত্রঃ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
মাউস কি ও এর কাজ কি
মাউস হল কম্পিউটারের সঙ্গে জুড়ে থাকা একটি ছোট ইনপুট ডিভাইস যা হাত দিয়ে
নিয়ন্ত্রণ বা ব্যবহার করা যায়। তাই মাউসকে বলা হয় (hand operated input
device)।মাউস এর মাধ্যমে কম্পিউটারের ভিতর থাকা মুভমেন্ট কি,তীর চিহ্ন বা
কার্সরের নড়াচড়া এবং গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়।একজন ব্যবহারকারী চাইলে
মাউস দিয়ে নির্দিষ্ট কোন ফাইল,ফোল্ডার,টেক্সট আইকন ওপেন,সিলেট বা নির্বাচন এবং
এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। তাই বলা যায় মাউস কম্পিউটারের
খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।
কি-বোর্ড কি ও এর কাজ কি
কম্পিউটার হার্ডওয়ার হিসেবে কি-বোর্ড হল কম্পিউটারের সঙ্গে জুড়ে থাকা খুবই
গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন জায়গায়
এবং বিভিন্ন অংশে লেখালেখি করতে পারি। যেমন -টেক্স বা বর্ণ,আইকন,প্রতীক
ইত্যাদি।
একটা কি-বোর্ডের মধ্যে প্রধানত ছয় ধরনের(key)কি বা বাটন থাকে। যেমন
-অ্যালফাবেটিক কি,ফাংশনাল কি,নিউমেরিকটি কি,অ্যারো কি,কমান্ড কি,মুভমেন্ট কি।
কম্পিউটারে লেখালেখির পাশাপাশি কিবোর্ড দিয়ে মাউসের কাজও করা যায়। তাহলে এখন
বুঝতে পারলেন তো কম্পিউটারের সঙ্গে কিবোর্ড থাকা কতটা গুরুত্বপূর্ণ।
মনিটর কি ও এর কাজ কি
কম্পিউটার হার্ডওয়ার গুলোর মধ্যে মনিটর বা ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ অংশ যার
মাধ্যমে কম্পিউটারের সম্পাদিত কাজগুলো আমরা স্বচক্ষে দেখতে পারি যেমন ভিডিও
দেখতে পারি,আবার যখন আমরা কোন অ্যাপ বা সফটওয়্যার ওপেন করি সেই সফটওয়্যার
কিভাবে ওপেন হচ্ছে এবং এর ভিতর কি কি কাজ হচ্ছে সব দেখতে পারি।
আরো পড়ুনঃ কিওয়ার্ড কি এবং কতপ্রকার বিস্তারিত
তারপর কিবোর্ড দিয়ে কম্পিউটারে যখন আমরা কোন কিছু লিখি সেটাও দেখতে
পারি,পাশাপাশি মাউসের কার্সর কিভাবে নড়াচড়া করছে সেটাও মনিটরের মাধ্যমে দেখে
কন্ট্রোল করতে পারে। মোটকথা কম্পিউটারের যত ধরনের কাজ করা হয় তার সবগুলো আমরা
মনিটরের মাধ্যমে দেখতে পারি।এজন্য মনিটরকে কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে
ধরা হয়।
সিপিইউ কি ও এর কাজ কি
কম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে সি পি ইউ এমন একটি অংশ যাকে কম্পিউটারের
মস্তিষ্ক বলা হয়। (CPU) সিপিইউ এর পূর্ণরূপ হল central Processing Unit। যত
প্রকারের জটিল কাজ যেমন যোগ বিয়োগ গুন ভাগ সিপিইউ এর মাধ্যমে সংঘঠিত হয়ে
থাকে। কম্পিউটারে ইনপুট ডিভাইস গুলোর মাধ্যমে
আমরা কম্পিউটারকে যা কিছু করতে নির্দেশ করি সিপিইউ সেই সকল কাজ প্রসেসিং করে
আউটপুট ডিভাইস মনিটরের মাধ্যমে ধারাবাহিকভাবে দেখায়।আর কম্পিউটার এ সকল কাজ
সম্পাদন করে থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষার মাধ্যমে। সিপিইউ
আবার আরো কিছু ছোট ছোট হার্ডওয়ার দ্বারা যুক্ত থাকে যা আমরা নিচে
ধারাবাহিকভাবে জানবো।
মাদারবোর্ড কি এও এর কাজ কি
মাদারবোর্ড হল সিপিইউ এর ভিতরে থাকা একটি সার্কিট বোর্ড। মাদারবোর্ড এর বিভিন্ন
নাম রয়েছে যেমন সিস্টেম সার্কিট বোর্ড পিসিবি মেইনবোর্ড লজিকবোর্ড ইত্যাদি।
মাদারবোর্ড বিভিন্ন রকম ছোট বড় ডিভাইস দ্বারা সংযুক্ত থাকে যেমন রেম হার্ডডিস্ক
রোম প্রসেসর এস এস ডি ইত্যাদি। মাদারবোর্ড কম্পিউটারের এমন একটি ডিভাইস যা
কম্পিউটারের সকল প্রকার যন্ত্রাংশকে একসঙ্গে সংযুক্ত করে দেয়। ঠিক এই কারণেই
এই ডিভাইসকে মাদারবোর্ড বা সকল ডিভাইসের মা বলা হয়।
প্রসেসর কি ও এর কাজ কি
প্রসেসর হল কম্পিউটারের একটি প্রধান উপাদান যা মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত
থাকে। প্রসেসরকে আমরা মাইক্রোপ্রসেসর বা কম্পিউটারের মস্তিষ্কও বলতে পারি।আর এই
প্রসেসর পুরো কম্পিউটারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিচালনা করে থাকে। প্রসেসর
ছাড়া কম্পিউটারকে কল্পনাই করা যায় না।
আমরা যখন কম্পিউটারকে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে কোন কিছু
জিজ্ঞেস করি বা কমান্ড করি তখন প্রসেসর সেই কমান্ডকে প্রসেজ করে মনিটরের
মাধ্যমে আমাদের চোখের সামনে ডিসপ্লে আকারে প্রদর্শন করায়।এখন বুঝলেন তো
কম্পিউটারের জন্য প্রসেসর কতটা গুরুত্বপূর্ণ।
হার্ডডিস্ক কি ও এর কাজ কি
হার্ডডিস্ক(HDD)হল কম্পিউটারের এস্টোরেজ বা তথ্য সংরক্ষণের ডিভাইস।HDD এর
পূর্ণরূপ হল Hard Disk Drive। হার্ডডিস্ক এর মধ্যে আমরা যে কোন ধরনের তথ্য
সংরক্ষণ করে রাখতে পারি যেমন টেক্সট ফাইল ফোল্ডার অডিও ভিডিও কনটেন্ট ইত্যাদি।
এবং পরবর্তীতে তা পড়তেও পারি।
রেম কি ও এর কাজ কি
রেম হল কম্পিউটারের একটি অস্থায়ী সিস্টেম মেমোরি বা প্রাইমারি মেমোরি। আমরা
যখন কম্পিউটারকে কোন কাজ করার নির্দেশ দেই সেই নির্দেশিত তথ্য কে রেম নিজের
কাছে অস্থায়ীভাবে সংরক্ষণ করে খুব দ্রুত প্রসারের কাছে পৌঁছে দেয় এবং
নির্দেশিত ডাটা বা তথ্যটি রেম নিজের কাছে ততক্ষণ পর্যন্ত জমা রাখে যতক্ষণ
পর্যন্ত না আমরা কম্পিউটারটি শার্টডাউন বা বন্ধ করে না ফেলি।
উদাহরণস্বরূপ আমরা যখন কোন সফটওয়্যার ওপেন করি সেই সফটওয়্যারের যাবতীয় ডাটা
এবং এক্সেস রেম সংরক্ষণ করে আর সেই সংরক্ষিত তথ্যের বা ডাটার মাধ্যমে রেম
সফটওয়্যারটিকে ওপেন করে দেয় কম্পিউটার স্ক্রিনে আর যখন আমরা সফটওয়্যারটি
ক্লোজ করে কম্পিউটার বন্ধ করি সঙ্গে সঙ্গে রেম সেই সংরক্ষিত ডাটা বা তথ্যটিকে
ভ্যানিশ করে দেয়।
শেষ কথা
কম্পিউটারের হার্ডওয়ারগুলো সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনার
কম্পিউটার চালানো শেখার খেক্ষে। যদি কম্পিউটার চালানো শিখতে চান তাহলে অবশ্যই
কম্পিউটারের হার্ডওয়ার বা যন্ত্রাংশ সম্পর্কে আপনার ধারণা থাকা আবশ্যিক। আশা
করি এই পোস্টটি পড়ে কম্পিউটারের হার্ডওয়ার সম্পর্কে কিছুটা হলেও ধারণা
পেয়েছে।
এতক্ষন ধরে আমাদের এই পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।যদি এরকম প্রয়োজনিয় ও
তথ্যসম্পর্কিত আর্টিকেল পড়তে চান তাহলে আমাদের ওয়েব সাইটটি প্রতিনীয়ত ভিজিট
করতে থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url