কিওয়ার্ড ইন্টেন্ট কি এবং এর প্রকার সম্পর্কে বিস্তারিত বর্ণনা

কীওয়ার্ড ইনটেন্ট কি এবং কীওয়ার্ড ইন্টেন্ট কত প্রকার ও কি কি? এইসব বিষয় নিয়ে আমরা এই আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। তাই কীওয়ার্ড ইনটেন্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেতে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আশা করি এই আর্টিকেলটি পড়লে আপনার মনের মধ্যে কিওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে আর কোন প্রশ্ন থাকবে না।

কিওয়ার্ড ইনটেন্ট কি

কীওয়ার্ড ইন্টেন্ট হচ্ছে একজন ইন্টারনেট ব্যবহারকারী যখন কোন সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে এবং সেই সার্চ করার পিছনে ইন্টারনেট ব্যবহারকারীর যে উদ্দেশ্য থাকে তাকেই মূলত কিওয়ার্ড ইনটেন্ট বা সার্চ ইনটেন্ট বলে।অর্থাৎ একজন ব্যক্তি যখন কিওয়ার্ডের দ্বারা তার মনের উদ্দেশ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করে সেই উদ্দেশ্যকেই সার্চ ইনটেন্ট বলে।

যেমন ধরুন একজন ব্যক্তি কোন এক ব্রাউজারে গিয়ে সার্চ করল "how to learn digital marketing " অর্থাৎ এই ব্যক্তি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন আর এখানে কীওয়ার্ড ইনটেন্ট হচ্ছে-শিখতে চাওয়া কারণ এটা তার উদ্দেশ্য।

কীওয়ার্ড ইন্টেন্ট এর প্রকার

ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড ইনটেন্ট কে চার ভাগে ভাগ করা যায়।যেমন
  • informational keyword intent
  • Navigational keyword intent
  • Transactional keyword intent
  • Commercial keyword intent

informational keyword intent

ইনফরমেশনাল কিওয়ার্ড ইন্টেন্ট ঐ সকল কিওয়ার্ড ইনটেন্ট কে বলা হয় যার মাধ্যমে একজন অনুসন্ধানকারী কোন বিষয়ে সম্পর্কে জানতে ও শিখতে চায়।অর্থাৎ একজন ব্যক্তি যখন কোন বিষয় সম্পর্কে জানার জন্য বা শিখার জন্য সার্চ ইঞ্জিনিয়ার গিয়ে সার্চ করে সেই কীওয়ার্ডকে ইনফর্মেশনাল কীওয়ার্ড ইনটেন্ট বলে।

ইনফরমেশনাল কিওয়ার্ড ইনটেন্ট এর মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো what, how, how to, who, why, where, tutorial, learn, idea, example, tips ইত্যাদি।

Navigational keyword intent

নেভিগেশনাল কিওয়ার্ড ইনটেন্ট দ্বারা উদ্দেশ্য হলো কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের বিশেষ কোনো সার্ভিস বা সেবার নাম, ব্রান্ডের নাম, প্রোডাক্ট বা পন্যের নাম। অর্থাৎ একজন অনুসন্ধানকারী ব্যক্তি যখন সরাসরি কোন প্রতিষ্ঠান বা কোম্পানিতে না গিয়ে ঐ কোম্পানি বা প্রতিষ্ঠানের ব্রান্ডের নাম, প্রোডাক্টের নাম এবং সার্ভিসের নাম কে কিওয়ার্ড হিসেবে ধরে কোন সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে সেই সার্চকৃত কীওয়ার্ডকে নেভিগেশনাল কিওয়ার্ড ইনটেন্ট বলে যেমন ordinary it,digital marketing, graphics design, Bata, infinix ইত্যাদি।

commercial keyword intent

কমার্শিয়াল কিওয়ার্ড ইন্টারনেট দ্বারা কোন কিছুর কম্পেয়ার বা তুলনা করাকে বোঝাই। একজন ব্যক্তি যখন কোন প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে কোন প্রোডাক্টটি ভালো এবং কোন প্রোডাক্টটি ভালো নয় তা যাচাই-বাছাই কম্পেয়ার বা তুলনা করার জন্য ওই কোম্পানির ব্র্যান্ডের নাম, প্রোডাক্ট এর নাম দিয়ে গুগলে সার্চ করে তাকে কমার্শিয়াল কিওয়ার্ড ইনটেন্ট বলে।

transactional keyword intent

ট্রানজেকশন ইনটেন্ট দ্বারা সরাসরি কোন কিছু লেনদেন বা ক্রয় বিক্রয় করাকে বোঝায় অর্থাৎ একজন ক্রেতা যখন কোন কিছু ক্রয় করার জন্য যে কিওয়ার্ড দিয়ে google এ সার্চ করে তাকে ট্রানজেকশনাল intent বলেন

শেষ কথা

কিওয়ার্ড ইনটেন্ট কি এবং তো কত প্রকার ও কি কি বর্তমান সময়ে কিওয়ার্ড ইন্টেন্ট সম্পর্কে ধারণা থাকা কতটা গুরুত্বপূর্ণ আশা করি এ সকল বিষয়গুলো সম্পর্কে এই আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন। দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত এরকম তথ্য সম্পর্কিত আর্টিকেল পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url