কিওয়ার্ড কি এবং কতপ্রকার বিস্তারিত আলোচনা
কীওয়ার্ড ও কি এবং তা কত প্রকার ও কি কি? ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেকেই অপরিচিত বা জানেন না। কিন্তু একজন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনার কিওয়ার্ড সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।
এই আর্টিকেলটির মধ্যে কিওয়ার্ড সম্পর্কে আপনার মনের মধ্যে জাগ্রত হওয়া সকল প্রশ্নের উত্তর step by step বিস্তারিতভাবে আলোচনা করেছি যা প্রত্যেকের জন্য উপকারী হবে। বিস্তারিত জানতে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
কিওয়ার্ড কি?
কিওয়ার্ড কি?এ সম্পর্কে জানার আগে প্রথমে আমাদের জানতে হবে কীওয়ার্ড শব্দের বিশ্লেষণ। কিওয়ার্ড keyword একটি ইংরেজি শব্দ। এর মধ্যে আবার দুইটি শব্দ লুকিয়ে আছে। একটি হলো(key)কি যার অর্থ-চাবি অপরটি হলো(word)ওয়ার্ড যার অর্থ-শব্দ।তাহলে কীওয়ার্ড()keywordশব্দের অর্থ হলো-শব্দচাবি।
উদাহরণস্বরূপ ধরুন,হাসান তার ঘরের মধ্যে খুবই প্রয়োজনীয় একটা জিনিস রেখে দরজায় তালা দিয়েছে।এখন যদি হাসান তার ঐ প্রয়োজনীয় জিনিসটি বের করতে চায় এর জন্য প্রথমে তাকে চাবি দিয়ে দরজার তালা খুলতে হবে তারপর ঘর থেকে জিনিসটি বের করতে হবে। এখানে ঘর বলতে(server),তালা বলতে(website)এবং চাবি বলতে(keyword)কে বোঝানো হয়েছে।
ঠিক তদ্রূপ আমরা যখন ইন্টারনেটের সার্ভারে থাকা যে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য টেক্সট,ইমেজ,অডিও,ভিডিও আকারে পেতে চাই এর জন্য সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে যেকোনো শার্ট ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হয় যেমন-"বেস্ট ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। আর এই সার্চ করার বিষয়টিকে মূলত বলা হয় কীওয়ার্ড"। আর এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেই"বেস্ট ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান"সম্পর্কে যাবতীয় তথ্য আমরা দেখতে ও পড়তে পারবো। যে তথ্যগুলো ওয়েবসাইটের ওয়েব সার্ভারে থাকে।
মোটকথা হলো, আমরা ইন্টারনেট থেকে কোন বিষয়ের তথ্য খুঁজে পাওয়ার জন্য যে নির্দিষ্ট শব্দ, বাক্যাংশ,বা প্রশ্ন ব্যবহার করি তাকেই মূলত কিওয়ার্ড বলা হয় যা ঐ নির্দিষ্ট বিষয়ের সংক্ষিপ্ত রূপ।
কীওয়ার্ড কত প্রকার ও কি কি
কিওয়ার্ড বিভিন্ন প্রকারের হতে পারে তবে ডিজিটাল মার্কেটিং এর উপর ভিত্তি করে কি ওয়ার্ডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
- শর্ট টেল কিওয়ার্ড(short-tail keyword)
- লং টেল কীওয়ার্ড(long-tail keyword)
আবার ডিজিটাল মার্কেটিং এর ভিন্ন ভিন্ন বিষয়বস্তুুর উপর ভিত্তি করে কীওয়ার্ডকে আরো কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন-
- শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড(short-term fresh keyword)
- লং টার্ম ইভারগ্রিন কিওয়ার্ড(long-term evergreen keyword)
- প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড(product defining keyword)
- কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড(customar defininh keyword)
- জি ই ও টার্গেটিং কিওয়ার্ড(Geo targeting keyword)
- ব্রান্ড কীওয়ার্ড(branded keyword)
- রিলেটেড কিওয়ার্ড(related keyword)
শর্ট টেল কিওয়ার্ড(Short-tail Keyword)
তিনটি শব্দ বা তিন এর চেয়ে কম শব্দের সমন্বয়ে গঠিত কীওয়ার্ডকে শর্ট টেল কিওয়ার্ড বলে। শর্ট টেল কিওয়ার্ড এর শব্দের পরিমাণ কম থাকায় সার্চ ইঞ্জিনে এর সার্চ ভলিউম অনেক বেশি থাকে। ফলে সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইট খুব সহজে rank করতে পারে না। উদাহরণ হিসেবে ধরুন আপনি মোবাইল লিখে গুগলে সার্চ দিলেন সঙ্গে সঙ্গে মোবাইল সম্পর্কিত হাজার হাজার ওয়েব সাইট চলে আসবে। কারণ মোবাইল শব্দটি একটি কমন শব্দ। আর সর্চ ইঞ্জিনে কমন শব্দের সার্চ ভলিউ অনেক বেশি থাকে।
লং টেল কিওয়ার্ড(Long-tail Keyword)
তিন শব্দ তিন এর অধিক শব্দের সমন্বয়ে গঠিত কীওয়ার্ডকে লং টেল কীওয়ার্ড বলে। শর্ট টেল কিওয়ার্ড এর থেকে লং টেল কিওয়ার্ড এর সার্চ ভলিউম তুলনামূলক অনেক অনেক কম থাকে। ফলে প্রতিযোগিতা ছাড়াই সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইট খুব সহজেই rank করানো যায়। উদাহরণস্বরূপ ধরুন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট এর নাম কি লিখে গুগলে সার্চ করলেন তখন আপনি শুধু বাংলাদেশের প্রেসিডেন্টের নামই দেখতে পাবেন, অন্য কোন দেশের না। আর লং টেল কিওয়ার্ড মূলত কোন নির্দিষ্ট বা এস্পেসেফিক বিষয়কে নির্দেশ করে যে বিষয়গুলো অত্যন্ত ইউনিক হয়।
শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড(Short-term Fresh Keyword)
শর্ট টার্ম ফ্রেশ কীওয়ার্ড ঐ সকল কিওয়ার্ড কে বলে যার স্থায়িত্ব অনেক কম। যা স্বল্প সময় এবং অল্প কিছুদিনের জন্য স্থায়ী হয়ে থাকে। এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীগণ ঐ বিষয় সম্পর্কে আর সার্চ করে না। যেমন-সম্প্রতি ঘটে যাওয়া কোন ঘটনা,কোন পণ্যদ্রব্যের মার্কেটিং বা প্রচারণা,অলিম্পিক গেম ইত্যাদি সম্পর্কে আর্টিকেল লেখার জন্য যে সকল কিওয়ার্ড নির্ধারণ করা হয় তাকে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড বলে। আর এ সকল কিওয়ার্ড ওয়েবসাইটে অধিক পরিমাণে ট্রাফিক বাড়াতে ব্যাপক ভূমিকা পালন করে।
লং টার্ম ইভারগ্রিন কিওয়ার্ড(Long-term Evergreen Keyword)
লং টার্ম ইভারগ্রিন কিওয়ার্ড ঐ সকল কীওয়ার্ডকে বলে যার প্রয়োজন অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেটাকে আমরা দীর্ঘস্থায়ী কিওয়ার্ডও বলতে পারি। এ ধরনের কিওয়ার্ড অনুসন্ধানকারীগন সব সময়ই গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে। যেমন-কম্পিউটার কি,কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়,
প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড(Product Defining Keyword)
প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড এমন এক প্রকারের কীওয়ার্ড যা কোন পন্যদ্রব্যের গুনাগুন ও ভালো দিকগুলো বর্ণনা করে থাকে যাতে ক্রেতাগণ সেই পণ্যটি ক্রয় করে।
কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড(Customar Defining Keyword)
নিদৃষ্ট প্রোডাক্ট সেল করার জন্য যে সকল কিওয়ার্ড দ্বারা কোন নিদৃষ্ট কাস্টমারকে টার্গেট করা হয় তাকে কাস্টমার ডিফাইন্ডিং কিওয়ার্ড বলে। এ সকল কীওয়ার্ড কাস্টমারের মনের চাহিদা ও যেকোনো সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করে থাকে
জিও টার্গেটিং কিওয়ার্ড(Geo-Targeting Keyword)
জিও টার্গেটিং কিওয়ার্ড সেইসব কিওয়ার্ড কে বলা হয় যে কিওয়ার্ড দ্বারা কোন নির্দিষ্ট এলাকার মানুষকে টার্গেট করে এসইও অপটিমাইজেশন করা হয়। বা কোন পণ্য অথবা প্রোডাক্ট এর প্রচার প্রচারণার জন্য নির্দিষ্ট কোন এলাকা অথবা স্থানকে কেন্দ্র করে ক্যাম্পেইন করা হয় তাকে জিও টার্গেটিং কিওয়ার্ড বলে।
ব্রান্ড কীওয়ার্ড(Branded Keyword)
ব্রান্ড কিওয়ার্ড মূলত নিদৃষ্ট কোন কোম্পানি বা প্রতিষ্ঠানে সাথে সম্পৃক্ত । ব্র্যান্ড বলতে কোন প্রতিষ্ঠানের নাম বা পণ্যকে বোঝায়। ব্র্যান্ডেড কিওয়ার্ড ওই সকল কিওয়ার্ডকে বলে যার দ্বারা নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা বা বিশ্লেষণ করে থাকে।
রিলেটেড কিওয়ার্ড(Related Keyword)
রিলেটেড কিওয়ার্ড হচ্ছে ওইসব শব্দ বা বাক্যাংশ যে শব্দ বা বাক্য দিয়ে সার্চ ইঞ্জিনের সার্চ করলে ঐ নিদৃষ্ট বিষয়ের পাশাপাশি এর সাথে সামঞ্জস্যপূর্ণ আরো বিভিন্ন বিষয় পাওয়া যায় তাকেই রিলেটেড কিওয়ার্ড বলে।
শেষ মন্তব্য
কিওয়ার্ড কি এবং কত প্রকার বিস্তারিত আলোচনা?এই আর্টিকেলটি পড়ে কিওয়ার্ড সম্পর্কে আপনার মনের মধ্যে উৎপন্ন হওয়া যাবতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি। এরকম তথ্যমূলক ও ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইটটি ভিউ করতে থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url